ঈদ মোবারাক
অবশেষে
আনন্দের সুবাতাস নিয়ে আগমন হলো ঈদের। সবাইকে ঈদ মোবারাক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল
আনন্দ, সুখ ও সমৃদ্ধি – এই দোয়াই করি।
ঈদ
আল্লাহ প্রদত্ত এক নেয়ামত মুসলিম উম্মাহের জন্য। তাই ঈদের আনন্দ উপভোগ করা উচিৎ ইসলামি
শরিয়াহ এর গন্ডির মধ্যে থেকে। বিজাতীয় সংস্কৃতির মধ্য দিয়ে আল্লাহ প্রদত্ত এই উৎসবকে
উৎযাপন করা মোটেই কাম্য নয়।
আলহামদুলিল্লাহ,
আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটি বড় অংশের মাঝেই দ্বীন বিষয়ক সচেতনতা আছে। আগে ঈদের
আগের রাত থেকে ঈদ পরবর্তী কয়েকদিন চারদিকে শুধু বাজি-পটকা ফাটানোর আওয়াজ সোনা যেতো।
বড় বড় সাউন্ডবক্স লাগিয়ে সেখানে হিন্দি গান লাগিয়ে নাঁচানাঁচি করতো তরুণরা। তবে আলহামদুলিল্লাহ,
সেই দিন চলে গেছে। এবার আর সাউন্ডবক্সে হিন্দি গান লাগিয়ে নাঁচানাঁচির কোনো আয়োজন চোখে
পড়লো না। তেমন বাজি-পটকাও ফাটানো হচ্ছে না আলহামদুলিল্লাহ।
তবে
এসব একেবারে যে হচ্ছে না তা নয়, অনেক যায়গায়ই দ্বীন বিষয়ে অজ্ঞ মানুষজন দ্বারা এসব
নাফরমানি কাজ হচ্ছে। আল্লাহ যাতে তাদেরকে হেদায়াত দেন। আর আমাদের সাধারণ মুসলিমদেরও
দায়িত্ব এসব দ্বীন থেকে গাফেল মানুষগুলোকে কাছে টেনে নিয়ে তাদেরকে সুন্দর সুমিষ্ট ভাষায়
নসিহাহ করা। এই শ্রেণীটির মাঝে ব্যাপক পরিমাণে দাওয়াতি কাজ চালানো জরুরী।
সর্বোপরি,
সবার ঈদ আনন্দে কাটুক রবের দরবারে এই দোয়াই করি।