সকল প্রসংসা সেই মহান রবের জন্য
আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে এই ভয়ানক যন্ত্রনাদায়ক কষ্টকর অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ। হে আমার রব, আপনি আমাকে এই ভয়ানক কষ্টকর অসুস্থতা থেকে মুক্তি দিন। আমাকে সুস্থ করুন। আমি কথা দিচ্ছি মালিক, আপনার এই বান্দা আর কোনোদিন আপনার অবাধ্য হবে না। আপনার এই বান্দা আর কোনোদিন কোনো গুনাহে লিপ্ত হবে না। আপনার বান্দা আর কোনোদিন আপনার দেয়া সীমারেখার বাইরে যাবে না, ইনশাল্লাহ।
এখন
থেকে আমি সব জাহেলিয়াত পরিত্যাগ করে পরিপূর্ণরূপে দ্বীন ইসলামে প্রবেশ করলাম। দ্বীনই
আমার সব এখন থেকে। বাঁচলে দ্বীনের জন্য বাঁচবো, মরলে দ্বীনের জন্য মরবো। আল্লাহর জমিনে
আল্লাহর আইন বাস্তবায়নই জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ করলাম। আমার
পুরো জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহর দ্বীন এর প্রচার-পসার ও প্রতিষ্ঠা। আমার সন্তানদেরও
আমি দ্বীনের পথে রাখবো। ইনশাল্লাহ, আমার দেখানো পথেই তারা হাটবে প্রজন্মের পর প্রজন্ম।
ইনশাল্লাহ,
আপনার এই বান্দা আপনাকে দেয়া প্রতিটা ওয়াদা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবে।