সংকোচ
আমার ভেতর অনেক কথাই থাকে
যা আমি প্রকাশ করতে চাই।
তবে কোনো এক অদৃশ্য বাঁধা আমাকে
আটকে দেয়।
কোনো এক অদৃশ্য সংকোচ বোধ,
অদৃশ্য এক ভয়ের কালো হাত আমার
মুখকে ধরে চেপে।
তাই তো হাজারো কথা হারিয়ে যায়
ব্যাক-স্পেস এর চাপে।
হাজারো চিন্তা-হাজারো ভাব কখনো আর
অন্য মানব হৃদয়ে পৌছতে পারে না।
সেগুলো মনের অন্ধকার কারাগারে
ছুটোছুটি করে মুক্তির আশায়
তবে মুক্তি আদৌ হবে কিনা জানা নেই
তাদের।
হয়তো হারিয়ে যাওয়াই তাদের নিয়তি।