রবের তৈরি দুনিয়া
দুনিয়ার দিকে তাকিয়ে দেখো বন্ধু,
রবের
তৈরি এই দুনিয়া কতো সুন্দর।
তাই সব
অসুন্দর ও কদর্যতাকে ঝেঁড়ে ফেলো,
সুন্দর
আর প্রশান্তিকে আঁকড়ে ধরো।
জেনে
রেখো,
সুন্দরই তোমাকে মানুষ করবে,
সুন্দরই
তোমার ভেতরকার মানুষটাকে বের করে আনবে।
আর
অসুন্দর তোমাকে বানাবে হায়ওয়ান-জানোয়ার।