Posts

Showing posts from March, 2025

ঈদ মোবারাক

Image
  অবশেষে আনন্দের সুবাতাস নিয়ে আগমন হলো ঈদের। সবাইকে ঈদ মোবারাক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি – এই দোয়াই করি। ঈদ আল্লাহ প্রদত্ত এক নেয়ামত মুসলিম উম্মাহের জন্য। তাই ঈদের আনন্দ উপভোগ করা উচিৎ ইসলামি শরিয়াহ এর গন্ডির মধ্যে থেকে। বিজাতীয় সংস্কৃতির মধ্য দিয়ে আল্লাহ প্রদত্ত এই উৎসবকে উৎযাপন করা মোটেই কাম্য নয়। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটি বড় অংশের মাঝেই দ্বীন বিষয়ক সচেতনতা আছে। আগে ঈদের আগের রাত থেকে ঈদ পরবর্তী কয়েকদিন চারদিকে শুধু বাজি-পটকা ফাটানোর আওয়াজ সোনা যেতো। বড় বড় সাউন্ডবক্স লাগিয়ে সেখানে হিন্দি গান লাগিয়ে নাঁচানাঁচি করতো তরুণরা। তবে আলহামদুলিল্লাহ, সেই দিন চলে গেছে। এবার আর সাউন্ডবক্সে হিন্দি গান লাগিয়ে নাঁচানাঁচির কোনো আয়োজন চোখে পড়লো না। তেমন বাজি-পটকাও ফাটানো হচ্ছে না আলহামদুলিল্লাহ। তবে এসব একেবারে যে হচ্ছে না তা নয়, অনেক যায়গায়ই দ্বীন বিষয়ে অজ্ঞ মানুষজন দ্বারা এসব নাফরমানি কাজ হচ্ছে। আল্লাহ যাতে তাদেরকে হেদায়াত দেন। আর আমাদের সাধারণ মুসলিমদেরও দায়িত্ব এসব দ্বীন থেকে গাফেল মানুষগুলোকে কাছে টেনে নিয়ে তাদেরকে সুন্দর সুমিষ্ট ভাষায় নসিহ...

সকল প্রসংসা সেই মহান রবের জন্য

Image
আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে এই ভয়ানক যন্ত্রনাদায়ক কষ্টকর অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ। হে আমার রব, আপনি আমাকে এই ভয়ানক কষ্টকর অসুস্থতা থেকে মুক্তি দিন। আমাকে সুস্থ করুন। আমি কথা দিচ্ছি মালিক, আপনার এই বান্দা আর কোনোদিন আপনার অবাধ্য হবে না। আপনার এই বান্দা আর কোনোদিন কোনো গুনাহে লিপ্ত হবে না। আপনার বান্দা আর কোনোদিন আপনার দেয়া সীমারেখার বাইরে যাবে না, ইনশাল্লাহ। এখন থেকে আমি সব জাহেলিয়াত পরিত্যাগ করে পরিপূর্ণরূপে দ্বীন ইসলামে প্রবেশ করলাম। দ্বীনই আমার সব এখন থেকে। বাঁচলে দ্বীনের জন্য বাঁচবো, মরলে দ্বীনের জন্য মরবো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নই জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ করলাম। আমার পুরো জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহর দ্বীন এর প্রচার-পসার ও প্রতিষ্ঠা। আমার সন্তানদেরও আমি দ্বীনের পথে রাখবো। ইনশাল্লাহ, আমার দেখানো পথেই তারা হাটবে প্রজন্মের পর প্রজন্ম। ইনশাল্লাহ, আপনার এই বান্দা আপনাকে দেয়া প্রতিটা ওয়াদা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবে।

সংকোচ

Image
আমার ভেতর অনেক কথাই থাকে যা আমি প্রকাশ করতে চাই। তবে কোনো এক অদৃশ্য বাঁধা আমাকে আটকে দেয়। কোনো এক অদৃশ্য সংকোচ বোধ , অদৃশ্য এক ভয়ের কালো হাত আমার মুখকে ধরে চেপে। তাই তো হাজারো কথা হারিয়ে যায় ব্যাক-স্পেস এর চাপে। হাজারো চিন্তা-হাজারো ভাব কখনো আর অন্য মানব হৃদয়ে পৌছতে পারে না। সেগুলো মনের অন্ধকার কারাগারে ছুটোছুটি করে মুক্তির আশায় তবে মুক্তি আদৌ হবে কিনা জানা নেই তাদের। হয়তো হারিয়ে যাওয়াই তাদের নিয়তি।

রবের তৈরি দুনিয়া

Image
  দুনিয়ার দিকে তাকিয়ে দেখো বন্ধু , রবের তৈরি এই দুনিয়া কতো সুন্দর। তাই সব অসুন্দর ও কদর্যতাকে ঝেঁড়ে ফেলো , সুন্দর আর প্রশান্তিকে আঁকড়ে ধরো। জেনে রেখো , সুন্দরই তোমাকে মানুষ করবে , সুন্দরই তোমার ভেতরকার মানুষটাকে বের করে আনবে। আর অসুন্দর তোমাকে বানাবে হায়ওয়ান-জানোয়ার।