জানি একদিন মুক্ত হবো আমরা
জানি একদিন মুক্ত হবো আমরা,
জুলুমের শৃঙ্খল থেকে মুক্তি মিলবে আমাদের।
দাসত্বের শৃঙ্খল খুলে যাবে পা থেকে।
প্রাণ ভরে নিবো শ্বাস,
মন ভরে কবো কথা যা চাহে মনে।
চিৎকার করে ছুঁটে বেড়াবো দিগ্বিদিক,
রবের দরবারে সিজদায় হবো আবনত।
জানি একদিন মুক্ত হবো আমরা,
সেই মুক্ত দিনের জন্যই তো বেঁচে থাকা।