Posts

Showing posts from November, 2024

শয়তানের ফাঁদ

Image
শয়তানের ফাঁদ খুবই সূক্ষ্ম। যখন সে দেখে যে কেউ তার জাহেলি জীবন থেকে বেরিয়ে পূর্ণাঙ্গরূপে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে ও ইসলামের সুশীতল ছাঁয়াতলে এসে প্রশান্তির জীবনযাপন করছে ও ভালো আছে, তখন সেটা তার সহ্য হয় না। তখন সে আরো অভিনব কৌশলে চেষ্টা করে বান্দাকে পথভ্রষ্ঠ করার। সে চেষ্টা করে বান্দার মাঝে কৌশলে নানা সংশয় ঢুকাতে। যখন ব্যার্থ হয় তখন চেষ্টা করে নানা ভাবে বান্দাকে তার উপর মুসলিম ভাইয়ের বিরুদ্ধে রাগিয়ে দিতে ও দুই ভাইয়ে ঝঁগড়া লাগাতে। যখন এতেও ব্যার্থ হয়, তখন চেষ্টা করে বান্দাকে অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যাস্ত করে দিতে। তাকে দিয়ে অপর মুসলিম ভাইয়ের গীবত করাতে। যখন এতেও ব্যার্থ হয়, তখন সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যাবহার করে। সেটা হলো ‘ভবিষ্যত নিয়ে দুঃশ্চিন্তা’। একজন মুসলিম খুবই প্রশান্তিময় জীবন যাপন করে, তার জীবনের প্রধাণ কাজই হলো আল্লাহর ইবাদাত করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া হুকুম-আহকাম মেনে চলা। এরপর সে তার অন্যান্য কাজ করবে। এই ক্ষেত্রে সে ঠান্ডা মাথায় স্থীর ভাবে নিজের প্রতিটি কাজের জন্য লক্ষ্য নির্ধারণ করবে আর সেই কাজে এগিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে নানা ধরণের বা...

নর্তকী থেকে নৃত্যশিল্পী: বাংলার সমাজে অশ্লীলতা নর্মালাইজেশনের গল্প

Image
কিসের নৃত্যশিল্পী? নৃত্যশিল্পী বলতে কোনো শব্দ নেই। আসল শুদ্ধ শব্দ হলো নর্তকী। পরপুরুষকে গানের তালে তালে শরীর প্রদর্শনের মাধ্যমে যৌনসুখ দেয় যে সেই নর্তকী। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে নর্তকী ছিলো। তাদের কাজই ছিলো নাঁচ-গান করে শরীর প্রদর্শন করে রাজা-মহারাজা বা সাধারণ মানুষকে মনোরঞ্জন দেয়া। কাজটা নিতান্তই গর্হিত কাজ হিসেবে গণ্য হতো। কোনো ভদ্র পরিবারের মেয়ে এই পেশায় আসতো না। একান্তই নিরুপায় না হলে অতীব নিম্ন পরিবারের মেয়েও কেউ এই পেশায় আসতো না। অর্থাৎ, সমাজে এই পেশাটা গর্হিত পেশা হিসেবে গণ্য হতো। তবে এই অঞ্চলে ক্যাপিটালিজমের উদ্ভব হওয়ার পর নব্য-ক্যাপিটালিস্টদের নির্লজ্জ নারী দেহের প্রয়োজন হয়। কারণ ক্যাপিটালিজম এর মার্কেটিং স্ট্রাটেজির অন্যতম উপাদান হলো নারী ও নারী দেহ। ক্যাপিটালিজম নারীকে দেখে অবজেক্ট হিসেবে, মানুষ হিসেবে না। ক্যাপিটালিস্টদের কাছে নারী হলো একটা বস্তু, যাকে প্রদর্শন করে ক্রেতাদের পণ্যক্রয়ে আকর্ষণ করা যাবে। এখন নারীকে বস্তু হিসেবে ব্যাবহার করার জন্য ক্যাপিটালিস্টরা মিডিয়া ও শিক্ষা ব্যাবস্থাকে ব্যাবহার করে ধীরে ধীরে নারীদের যেই সহজাত লজ্জাশীলতা সেটাকে কমিয়ে দেয়। ...

ধর্ম ছাড়া সংস্কৃতির কোনো অস্তিত্ব থাকে কি?

Image
সংস্কৃতি কি – এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করা হয়, তবে সবচেয়ে সহজ ভাষায় বলা যায় যে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ তাদের দৈনন্দিন জীবনে যা যা করে তাই সেই নির্দিষ্ট অঞ্চলের জনগণের সংস্কৃতি। যেসব উপাদান কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো সংস্কৃতি গড়ে উঠতে সাহায্য করে, সেসব উপাদানের মধ্যে অন্যতম শক্তিশালী একটি উপাদান হলো ‘সেই অঞ্চলের জনগণের বৃহৎ অংশের বিশ্বাস’ তথা ‘ধর্ম’। বলা যায় ধর্ম হলো মানুষের জীবনাচারের সবচেয়ে শক্তিশালী প্রভাবক। কোনো একটি সমাজের মানুষের মাঝে জন্ম থেকেই ভালো-মন্দ, ঠিক-বেঠিকের ধারণা থাকে না। নৈতিকতার ধারণা তার মাঝে অনুপস্থিত থাকে। এই ‘ভালো-মন্দ’, ‘ঠিক-বেঠিক’ ও ‘নৈতিকতার’ ধারণা ব্যাক্তি পায় পরিবার ও সমাজ থেকে। আর পরিবার ও সমাজ এই নৈতিকতার ধারণা নেয় ধর্ম থেকে। শুধু নৈতিকতাই না, একটি অঞ্চলের ভাষা, শিল্প-সাহিত্য, অর্থনীতি, রাজনীতি – এমন কোনো সেক্টর নেই, যেখানে ধর্মের প্রভাব নেই। এক কথায় আমরা বলতে পারি, কোনো একটি অঞ্চলের ধর্মই সেখানকার সংস্কৃতি গড়ে ওঠার সর্বাধিক শক্তিশালী প্রভাবক। অথচ বাংলাদেশের জ্ঞানপাপী সেক্যুলার-লিবারেল ভন্ডরা সব সময় ধর্মকে সংস্কৃতি থেকে আলাদা করতে চায়। ...

নিজের অসহায় মুসলিম ভাইয়ের উপর এহসান করতে ভুলবেন না

Image
  নিজের অসহায় মুসলিম ভাইয়ের উপর এহসান করতে ভুলবেন না। আমাদের সমাজে এমন অনেক মুসলিম ভাই আছেন, যাদের অর্থ-সম্পদ কম। ছোটো খাটো ব্যাবসা করেন বা কোনো কাজ করেন। তবে পরিপূর্ণ ঈমানদার। একজন মুসলিম হিসেবে এই মানুষটি সাথে সুন্দর সুসম্পর্ক রাখা, তার খোঁজ খবর নেয়া ও যথাসাধ্য সাহায্য করাটা মুসলিম হিসেবে আপনার উপর কর্তব্য। কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেটা করি না। আমরা সব সময় সম্পদশালীদের সাথে মিশতে পছন্দ করি। এবার সম্পদশালী ব্যাক্তি ঈমানদার নাকি বেঈমান সেটা আমাদের কাছে কোনো ভাবার বিষয় না। একটা বাস্তব উদাহরণ দেই, আমার এলাকায় অনেক দোকান আছে, যেসব দোকানগুলো আসলে ছোটো। তবে সেখানে বেশ ভালো মানসম্মত পন্য রাখা হয়। কিন্তু দোকান ছোটো হওয়ার কারণে ও চাকচিক্য না থাকার কারণে তাদের দোকানে কেউ যায় না। এদের মাঝে অনেকেই ঈমানদার, আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ঈমান-আমলের ক্ষেত্রে তাদের ঘাটতি দেখিনি কোনোদিন। বরং সব সময় সুন্দর ব্যাবহার করে। এলাকার বড় দোকানগুলোতে মানুষ চাকচিক্য দেখে যাওয়ার কারণে ছোটো দোকানের ভাইগুলোর তেমন আয় নেই। অনেক কষ্টে জীবন কাটায় তবে মুখ ফুটে বলে না কোনোদিন। বর্তমান এই মন্দার বাজারে তারা কিভাব...

পপুলার মোবিলাইজেশন ফোর্স: ভয়ংকর এক ইরাকী খুনে বাহিনীর গল্প

Image
বর্তমান সময়ের বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত স্থান হলো মধ্যপ্রাচ্য। বিভিন্ন কারণে যায়গাটিকে নিয়ন্ত্রণে রাখতে চায় বিশ্বের প্রায় সব পরাশক্তিগুলো। তাছাড়া মধ্যপ্রাচ্যের দুই উদিয়মান প্রভাবশালী পরষ্পর বিরোধী শক্তি সৌদি আরব ও ইরানের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব, ও তাদের প্রাচ্য ও পাশ্চাত্যের মিত্ররাষ্ট্র সমূহের হস্তক্ষেপ এর কারণে সর্বদাই যুদ্ধবিগ্রহ, অস্থিতিশীলতা, গোলযোগ – এর কারণে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে প্রক্সিওয়ার এর কেন্দ্রস্থলে পরিনত হয়েছে এই যায়গাটি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ধরা হয় ইরাককে। মূলত মধ্যপ্রাচ্য ও আরববিশ্বের মধ্যবর্তী স্থানে অবস্থান করার কারণে এই যায়গাটি কৌশলগত ভাবে বিভিন্ন সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির নিশানায় রয়েছে। তাছাড়া এই দেশটিতে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও তেলের বিশাল খনি। তাই মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটির নিয়ন্ত্রণ সবাই নিজের কাছে রাখছে চায়। সমস্যার শুরু যেখান থেকে ইরাক সব সময় অস্থিতিশীল থাকলেও সাদ্দাম হোসাইনের আরব স্যোসালিস্ট বাথ পার্টির শাসনামলের শুরুদিকে বেশ ভালোই ছিলো। যদিও তখন ইরাকে শুধু মাত্র বাথপার্টি ক্ষমতায় ছ...

জানি একদিন মুক্ত হবো আমরা

Image
  জানি একদিন মুক্ত হবো আমরা, জুলুমের শৃঙ্খল থেকে মুক্তি মিলবে আমাদের। দাসত্বের শৃঙ্খল খুলে যাবে পা থেকে। প্রাণ ভরে নিবো শ্বাস, মন ভরে কবো কথা যা চাহে মনে। চিৎকার করে ছুঁটে বেড়াবো দিগ্বিদিক, রবের দরবারে সিজদায় হবো আবনত। জানি একদিন মুক্ত হবো আমরা, সেই মুক্ত দিনের জন্যই তো বেঁচে থাকা।

জালালুদ্দীন মোহাম্মদ শাহঃ বাংলার বারকে খান

Image
প্রারম্ভ ইসলাম হলো এমন এক পরশ পাথর যার ছোঁয়া পেলে নিমিষেই বদলে যায় যেকোন মানুষ। ঈমানের স্বাদ একবার যে ব্যাক্তি আস্বাদন করেছে তার কাছে তার এক ও অদ্বিতীয় রবের হুকুমই সবার আগে। এই হুকুম পালন করতে গিয়ে কোনোদিন যদি নিজ পরিবারের, এমন কি সারা  পৃথিবীর বিরুদ্ধেও যেতে হয়; কখনো যদি নিজ আপনজনদের বিরুদ্ধে তরবারিও ধরতে হয়, তবুও মুমিন পিছপা হয় না। এর বহু নজির ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে রয়েছে। খোদ বদরের ময়দানে আমরা দেখেছি যে বাবা মুসলিম শিবিরে আর সন্তান কাফিরদের শিবিরে। অথবা সন্তান হয়তো মুসলিমদের শিবিরে কিন্তু বাবা কাফিরদের শিবিরে। পরষ্পর পরষ্পরের বিরুদ্ধে লড়াই করছে শুধু মাত্র ঈমানের বলে বলিয়ান হয়ে। এমন অনেকের নামই আমরা জানি যারা যুগে যুগে ইসলামকে রক্ষায় নিজ পরিবারের বিরুদ্ধেও তরবারি ধরেছে; যেমন চেঙ্গিস খানের নাতি বারকে খান এর মধ্যে অন্যতম। কিন্তু আমরা বাংলা অঞ্চলের মুসলিমরা কি জানি যে আমাদের এই অঞ্চলেও এমন একজন মানুষ ছিলেন, যিনি ইসলামকে রক্ষার জন্য নিজ পিতার বিরুদ্ধে তরবারি ধরেছিলেন। পরম মমতায় আগলে রেখেছিলেন এই অঞ্চলের মুসলিমদের। তেমনি একজন ব্যাক্তি হলেন বাংলা সালতানাতের সুলতান জালালুদ্দীন ম...

মুসলিম তরুণদের মাঝে পশ্চিমা প্রোপাগান্ডা বিষয়ে সচেতনতা

Image
আমাদের এক জেনারেশন বা আমাদের পাঁচ ছয় বছরের সিনিয়রদের মাঝে ও আমাদের বর্তমান সময়ের মুসলিম তরুণদের মাঝে চিন্তাগত দিক থেকে এক টি মৌলিক পার্থক্য রয়েছে । সেটা হলো , তারা (পূর্ববর্তীরা) যা দেখতো তাতেই বিশ্বাস করতো। অর্থাৎ , বিশ্বমিডিয়া ও বিভিন্ন অঞ্চলিক মিডিয়াগুলো তাদের যা গেলাতো , তারা সেটাকেই চোখ বন্ধ করে গো-গ্রাসে গিলতো। সেটাকেই সত্য বলে ধরে নিতো। কারণ বিষয়গুলো তাদের সামনে সেভাবেই প্রেজেন্ট করা হতো । তবে আমার সময়সাময়িক যে জেনারেশনটাকে আমি বর্তমানে দেখছি , তারা তাদের পূর্ববর্তী যেকোনো জেনারেশন থেকে অধিকপরিমাণে এনালিটিক্যাল। তাদের কে আর পূর্ববর্তী জেনারেশনগুলোর মতো বুদ্ধিবৃত্তিক দাস বানিয়ে রাখার সুযোগ নেই । তারা এখন মিডিয়া প্রোপাগান্ডা বিষয়ে অধিক ধারণা রাখে। যেকোনো নিউজ শুনেই তারা বিশ্বাস করে না , বরং ফ্যাক্টচেক এর মধ্য দিয়ে বিষয়টাকে যাচাই করে । কারণ তারা জানে , পৃথিবী কিভাবে নিয়ন্ত্রিত হয় , কারা নিয়ন্ত্রণ করে , কিভাবে করে , সেক্ষেত্রে মিডিয়ার ভূমিকা কি - এসব কন্ট্রোলিং ম্যাকানিজম সম্পর্কে তারা ওয়াকিফহাল । তারা Imperialism, Neo-imperialism, Orientalism - সম্পর্কে ওয়াকিফহাল । ত...

দুইটি গল্প ও একটি শিক্ষণীয় ম্যাসেজ

Image
গল্প-১ একদেশে এক চোর ছিলো আর ছিলো এক নামাজী ব্যাক্তি। প্রতিরাতে চুরি করাটা ছিলো তার নিত্যদিনের অভ্যেস। তেমনিভাবে নামাজী ব্যাক্তির অভ্যেস ছিলো প্রতিরাতে উঠে তাহাজ্জুদ পড়া ও ফজরের সময় নামাজ পড়া। একদিন নামাজী ব্যাক্তিটি ফজরের সময় মসজিদের সামনের পুকুরে গেলো অজু করতে। ঠিক একই সময় সেই চোরটিও মসজিদের সামনের পুকুরে গেলো চুরির পর হাত মুখ ধুতে। দু’জন দুই পাঁড় দিয়ে নিজেদের কাজ করছিলো। এমন সময় নামাজি ব্যাক্তিটির চোখ পড়লো দূরে বসে থাকা চোরের দিকে। তিনি মনে মনে বলে উঠলেন, ‘আহারে, আল্লাহর কোন পরহেজগার বান্দা জানি তাহাজ্জুদের নামাজ শেষ করে পুকুরে এসে অজু করছে ফজরের নামাজ পড়ার জন্য!’ অন্যদিকে চোরটিরও চোখ পড়লো নামাজি ব্যাক্তিটির দিকে। সে মনে মনে ভাবলো, ‘ওরে সালা, এতো রাতে পুকুরের ঐ পাড়ে আমার মতোই হয়তো কোনো ঝাঁনু চোর চুরি করে এসে হাত-মুখ ধুচ্ছে।’ গল্প-২ আমি ও আমার বন্ধু আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকলাম। নামাজ শুরু হতে এখনো অনেক দেরি। আজানই দেয়া হয় নি এখনো। মসজিদের নির্মল পরিবেশে বসে আমি তসবিহ বের করে জিকির করছিলাম মনে মনে। আমার বন্ধু পকেট থেকে ফোন বের করে কোরআন দেখছিলো। সুরা আর রহমান পড়...

আমাদের ভাষা কেনো সুন্দর হওয়া উচিৎ

Image
মানুষ তার জীবনে যা দেখে, যা অনুভব করে তা থেকে তার মাঝে জন্ম নেয় “বোধ” এর। এই বোধকেই সে সুন্দর ভাবে চিন্তার মাধ্যমে একটা প্যাটার্নে ফেলে এরপর বিভিন্ন শব্দ দ্বারা একে প্রকাশ করে। এটিই হলো মূলত ভাষা। তাই দেখবেন যার দেখার চোখ সুন্দর, তার অনুভূতি শক্তি প্রখর। আর এই প্রখর অনুভূতি শক্তিই তার মাঝে জন্ম দেয় এক সুন্দর,পরিশীলিত ও প্রশান্ত “বোধ” এর। আর এই বোধই প্রকাশিত হয় কথা রূপে, যার মধ্য দিয়ে তার সুন্দর জীবনবোধ প্রকাশ পায়। ভাষাই একজন মানুষের ভেতরকার ‘আমি’ কে সবার সামনে প্রকাশিত করে। তাই আমাদের প্রত্যেকের মুখের ভাষা হওয়া উচিৎ সুন্দর, পরিশীলিত ও পরিমার্জিত। তবে দুঃখজনক হলো আমাদের সমাজের অধিকাংশ মানুষের মুখের ভাষাই সুন্দর নয়, বরং চুরান্ত রকমের কদর্য আর অসুন্দর। এর পেছনে প্রধাণ কারণ হলো গড়পড়তা সাধারণ বাঙালীর মাঝে জীবনকে দেখার মতো চোখ আর বোঝা ও অনুভব করার মতো হৃদয় গড়ে ওঠে না। কারণ চারপাশের নানা ঝামেলায় পূর্ণ কদর্য জীবন ও বোধশক্তিশূণ্য হৃদয়হীন লোভী মানুষদের দেখতে দেখতে তাদের আত্মাও পঁচে যায়। তবে এর মাঝেও যাদের আমরা ব্যাতিক্রম দেখি, তারা হলো অনেকটা গোবরে জন্মানো পদ্মফুলের মতো। তাই দেখবেন তাদের জীবন ...